নিরুত্তাপ নির্বাচনে সহ-সভাপতি হলেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিসিবি সভাপতি আমিনুল
- আপডেট সময় : ১১:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 135
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে এবারও কোনো চমক দেখা যায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
বোর্ডের সহ-সভাপতির দুই পদেও ভোট হয়নি। এই দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবিতেও আসে বড় পরিবর্তন। ২১ আগস্ট ফারুক আহমেদ বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পান। তবে চার মাস আগেই নাটকীয় পরিস্থিতিতে সভাপতির পদ হারান তিনি। অন্যদিকে, আগের বোর্ডে পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবে ছিলেন শাখাওয়াত হোসেন।

এবারের নির্বাচনের আগে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। “পাতানো নির্বাচন” অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। একই সঙ্গে সরকার ও ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান আরও ২১ জন প্রার্থী।
ফলে এবারের বিসিবি নির্বাচন হয়ে পড়ে একেবারেই নিরুত্তাপ। নির্বাচনের আগেই পরিচালক হিসেবে নিশ্চিত হয়ে যান সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক, গায়ক আসিফ আকবরসহ নয়জন। অন্যদের জয়ের সম্ভাবনাও ছিল অনেকটা নিশ্চিত।
তবে তৃতীয় ক্যাটেগরিতে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেলেও, শেষ পর্যন্ত খালেদ মাসুদ ও দেবব্রতের প্রতিদ্বন্দ্বিতা খুব একটা জমেনি। একইভাবে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যেও ভোটযুদ্ধ প্রত্যাশিত রূপ নেয়নি।
মোট ১৯১ জন ভোটারের মধ্যে ১৫৬ জনের ভোট দেওয়ার কথা থাকলেও, ভোট দেন ১১৫ জন। প্রধান রিটার্নিং কর্মকর্তা শেখ জোবায়েদ হোসেন জানান, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৩ দশমিক ৭১ শতাংশ।
এভাবে কোনো উত্তাপ ছাড়াই আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম বুলবুল, আর সহ-সভাপতির আসনে বসছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
















