গুলি নয়, ভোটের রাজনীতি চান হাসনাত আবদুল্লাহ
- আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 53
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা গুলি খেতে চান না, দুর্নীতি ও ঘুষ থেকে মুক্ত থাকতে চান—তাদের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে এনসিপি। তিনি বলেন, “আমরা সৎ মানুষদের সম্মান দিই, অন্যায় ও নির্যাতনের শিকারদের পাশে দাঁড়াই। যদি বিএনপি বা জামায়াতে নিরাপত্তা না পান, তাহলে এনসিপিতে আসুন।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাঙামাটি শহরের প্রফেসর কুমার সুমিত রায় জিমনেসিয়ামে আয়োজিত পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন সময় এসেছে আওয়ামী লীগকে ‘না’ বলার। এনসিপির আন্দোলনের জায়গায় একসময় বিএনপি ও জামায়াতকেও আসতে হয়। এনসিপির জন্ম রাজপথে—আর আগামী দিনের পরিবর্তনও আসবে রাজপথ থেকেই। পরবর্তী দশ বছরে এনসিপি সরকার গঠন করবে।”

রাজনীতিতে সন্ত্রাস ও অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা ব্যালটের পরিবর্তে বুলেটের রাজনীতি করছে, জনগণ তাদের জবাব দেবে ভোটের মাধ্যমে। মাফিয়া, চাঁদাবাজি আর বুলেটের রাজনীতি দেশের মানুষ আর চায় না।”
দেশ পুনর্গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুলাই সনদের বিরোধীদের সঙ্গে এনসিপি কোনো জোট করবে না। আমরা সিট ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাসী নই, বরং রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাস করি। অর্থ, গুণ্ডা বা পেশিশক্তি ছাড়াও যদি পাঁচশ’ ভোট পাই, সেটাই আমাদের সাফল্য।”
এনসিপি রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সমন্বয়কারী জুবাইরুল হাসান, বিভাগীয় সমন্বয়কারী এ এস এম সুজাউদ্দিন, পার্বত্য অঞ্চল তত্ত্বাধায়ক ইমন ছৈয়দ, শ্রমিক শক্তির যুগ্ম-আহ্বায়ক কলিন চাকমা, বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল, এবং খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা প্রমুখ।













