একই দিনে ভোট ও গণভোটে জনআকাঙ্ক্ষা উপেক্ষিত: জামায়াত
- আপডেট সময় : ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 28
জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করছে, এই সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি, বরং নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। আমরা আশা করেছিলাম, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে, কিন্তু ঘোষণায় সেই সংকটই বহাল থাকল।”
তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আট দলীয় জোটের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। এ বিষয়ে সন্ধ্যায় দলের নির্বাহী পরিষদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

অধ্যাপক পরওয়ার বলেন, “গণভোটের আগে জনগণকে জানতে হবে কী কী সংস্কার বা সংশোধন হয়েছে। না বুঝে একই দিনে দুটি ভোট দেওয়া বিভ্রান্তিকর সিদ্ধান্ত। এতে জনগণের ম্যান্ডেট সঠিকভাবে প্রতিফলিত হবে না।”
তিনি আরও বলেন, “যেকোনো নির্বাচনে কিছু কেন্দ্র বন্ধ বা স্থগিত হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সেই পরিস্থিতিতে গণভোটের ফলাফল কীভাবে নির্ভরযোগ্য থাকবে, সরকার তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।”
জামায়াতের দাবি, সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া প্রয়োজন ছিল। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষণায় সে পথ রুদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন দলটির এই নেতা।













