অস্ট্রেলিয়ায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
- আপডেট সময় : ১১:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 35
বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে মিলাদ ও দোয়ার আয়োজন –
আজ শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, বাদ মাগরিব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া মেলবোর্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভিক্টোরিয়া শাখার ঊদ্যোগে উইনডামভেল মাসালাতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর প্রত্যক্ষ নির্দেশনায় দোয়া মাহফিলটি আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনপি ভিক্টোরিয়া শাখার আহবায়ক জনাব আরিফ খান, যুগ্ম আহবায়ক জনাব হাফেজ মোঃ শরীফ মাহমুদ, তেলাল খান এবং দেওয়ান মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভিক্টোরিয়া মেলবোর্ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব রব শেখ সহ বিভিন্ন অংগ সংগঠনের সহকর্মীরা।

উইনডামভেল মাসালাতে নামাজ ও মিলাদ তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক হাফেজ মোঃ শরীফ মাহমুদ এবং দোয়া পরিচালনা করেন মোঃ মনিরুজজামান নাঈম।
আমরা অস্ট্রেলিয়া বিএনপির পক্ষ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত শারীরিক সুস্থতা এবং হায়াত্যু তৈয়বা দান করেন, আমিন।













