‘ভারতের দাদাগিরি বন্ধ জরুরি’—রাজশাহীতে মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 34
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে নদী ও পরিবেশ সংকট উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষাই সর্বপ্রথম অগ্রাধিকার। তিনি বলেন, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা কোনো জাতীয় দাবি আদায়ের সক্ষমতা রাখে না। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারই দেশের ন্যায্য অধিকার আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা করতে পারে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত ২৮৬ কোটি টাকার রাবার ড্যাম পরিদর্শনে এসে তিনি এসব মন্তব্য করেন। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং সীমান্ত হত্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ভারত সহযোগিতার পরিবর্তে নানা ক্ষেত্রে দাদাগিরি দেখাচ্ছে। স্বাধীনতা যুদ্ধে পাশে থাকা দেশ হিসেবে আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারত ভারত। কিন্তু গত সরকারের সময়ে বাংলাদেশকে চাপে ফেলার প্রবণতা বেড়েছে।

তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন নদীকে ঘিরেই বাংলাদেশের জীবিকা ও পরিবেশ। পদ্মার পানির প্রবাহ ব্যাহত হওয়ায় মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই ‘পদ্মা বাঁচাও আন্দোলন’ শুরু হয়েছে। মানুষকে সচেতন করা এবং আন্দোলনকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, নদী ও প্রকৃতি রক্ষা না পারলে দেশের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
শনিবার বেলা ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।















