বন্ধুত্বের টানে নাটোরে মার্কিন তেরি পারসন
- আপডেট সময় : ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 26
ফেসবুকের পরিচয় থেকে জন্ম নেয় বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের টানেই যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন ছুটে এলেন নাটোরের গুরুদাসপুরে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেরিকে রিসিভ করেন তার বন্ধু সেতু মোল্লা।
গুরুদাসপুরের সাধারণ ভ্যানচালক ও রাজমিস্ত্রী সেতু মোল্লা জানান, তিনি অবসরে নিজের ফেসবুক পেজে নানা বিষয়ে ভিডিও তৈরি করে পোস্ট করেন। প্রায় ২৫ দিন আগে তার একটি ভিডিওতে লাইক দেন তেরি পারসন এবং মেসেঞ্জারে আলাপ শুরু হয়। সেখান থেকেই গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব।
মাত্র ২৫ দিনের বন্ধুত্বেই বাংলাদেশে চলে আসেন তেরি পারসন। বন্ধুর সঙ্গে সময় কাটাতে তিনি নিয়েছেন ১৫ দিনের ছুটি। সেতু নিজ হাতে অটোরিকশা চালিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে দেখান বিদেশি অতিথিকে।

তেরি পারসন তার সঙ্গে নিয়ে এসেছেন দুই ভরি ওজনের সোনার চেইন, স্থানীয় শিশুদের জন্য বিভিন্ন খেলনা ও উপহার সামগ্রী। তার আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো গ্রাম। এলাকাবাসী এমন বন্ধুত্বের গল্পে মুগ্ধ হয়ে প্রশংসা করছেন দুই দেশের এই আন্তরিক সম্পর্কের।
























