বিএনপির ঐক্য রক্ষায় সবার প্রতি আহ্বান নুরুল আফসার বাহাদুরের
- আপডেট সময় : ০২:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 113
নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দৈনিক আপন কাগজ পত্রিকার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা নুরুল আফসার বাহাদুর বলেছেন, “আমি যদি মনোনয়ন পাই তাহলে নির্বাচন করব, আর অন্য কেউ মনোনয়ন পেলে আমরা সবাই মিলে তাকে বিজয়ী করতে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ বা ভুল বোঝাবুঝির সুযোগ নেই। দলের ঐক্য ও আদর্শ ধরে রেখে সবাইকে একসাথে কাজ করতে হবে। বাহাদুরের মতে, “কোনো ব্যক্তির জন্য নয়, দলের জন্য কাজ করুন।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে—বাংলাদেশকে একটি উন্নত, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকায় তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বই বিতরণ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানছুরুল হক বাবর, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাহাত, বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে বিকেলে বাহাদুর সিরাজপুর ইউনিয়নের প্রয়াত বিএনপি কর্মী তাজুল ইসলাম সবুজের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তিনি সাবেক উপ-রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করেন।
পথসভা শেষে বাহাদুর চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার, একাডেমি বাজার ও বসুরহাট পৌরসভার মওদুদ স্কুল এলাকায় জনগণের মাঝে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বই বিতরণ করেন।


















