বাংলাদেশ ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

হে আল্লাহ, তুমিই ভরসা

ইমরান হোসেন
  • আপডেট সময় : ০৯:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 70

ছবি: হামদ্

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

হে আল্লাহ, তুমি মহান, তুমি রহমান, তুমি দাতা,
তোমার প্রশংসা করি, তুমিই সকল ক্ষমতার স্রষ্টা।
তোমার কুদরত অপার, তোমার শান অতি উচ্চ,
তোমার দয়ায় জীবন চলে, তোমার রহমত নিত্য।

Insaf World Banner 1

তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার নেই কোনো শরীক,
তোমার ইবাদত করি, তুমিই আমাদের মালিক।
তোমার নামেই শুরু করি সকল কাজ ও পথ চলা,
তোমার কাছেই চাই আশ্রয়, তোমার কাছেই ফেরা।

আকাশের ঐ চাঁদ-তারা, সূর্যের ঐ আলো,
তোমার ইশারায় চলে সব, তোমার সৃষ্টি ভালো।
পাহাড়-পর্বত, নদী-সাগর, বৃক্ষরাজি যত,
তোমার মহিমা গায় তারা, তোমারই গুণ গীত।

Insaf World Banner 2

জীব-জন্তু, পশুপাখি, মানুষ আর জিন,
সবার রিজিকদাতা তুমি, তুমিই চিরদিন।
তোমার দয়া ছাড়া এক মুহূর্তও বাঁচে না কেউ,
তোমার করুণা ঝরে পড়ে, যেমন ঝরে ঢেউ।

তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, তুমিই বিচারক,
তোমার ভয় করি সদা, তুমিই পরিত্রাণক।
ভুল করি বারে বারে, তবুও তুমি দাও ক্ষমা,
তোমার দয়ার সীমা নেই, তুমিই পূর্ণিমা।

তোমার হুকুমেই চলে এই বিশ্ব-সংসার,
তোমার ইচ্ছাতেই হয় সকল সৃষ্টি পার।
তুমিই জীবন দাও, তুমিই মৃত্যু আনো কাছে,
তোমার হাতেই সব ক্ষমতা, তুমিই সবের পাছে।

তোমার জ্ঞান অপার, তোমার প্রজ্ঞা সীমাহীন,
তোমার কাছে গোপন নেই কোনো কিছুই তিন দিন।
অন্ধকারেও তুমি দেখো, মনের কথাও জানো,
তোমার চেয়ে আপন আর কে আছে, মানো?

তোমার পথে চলতে চাই, তোমার বিধান মানি,
তোমার সন্তুষ্টিই জীবনের শ্রেষ্ঠ কামিয়াবি জানি।
তোমার রাসূলের দেখানো পথে যেন চলতে পারি,
তোমার কাছেই চাই সাহায্য, তোমারই গুণ গাই।

তোমার দরবারে হাত তুলি, করি মোনাজাত,
কবুল করো হে প্রভু, আমাদের এই আরজি রাত।
তোমার রহমতের ছায়ায় রেখো মোদের সদা,
তোমার ভালোবাসায় ভরে দিও এই জীবনটা।

তোমার প্রশংসা করি, তোমার মহিমা গাই,
তোমার কাছেই চাই মুক্তি, তোমার কাছেই যাই।
তুমিই ভরসা, তুমিই আশা, তুমিই শেষ ঠিকানা,
তোমার নামেই শেষ করি এই হামদের রচনা।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

হে আল্লাহ, তুমিই ভরসা

আপডেট সময় : ০৯:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

হে আল্লাহ, তুমি মহান, তুমি রহমান, তুমি দাতা,
তোমার প্রশংসা করি, তুমিই সকল ক্ষমতার স্রষ্টা।
তোমার কুদরত অপার, তোমার শান অতি উচ্চ,
তোমার দয়ায় জীবন চলে, তোমার রহমত নিত্য।

Insaf World Banner 1

তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার নেই কোনো শরীক,
তোমার ইবাদত করি, তুমিই আমাদের মালিক।
তোমার নামেই শুরু করি সকল কাজ ও পথ চলা,
তোমার কাছেই চাই আশ্রয়, তোমার কাছেই ফেরা।

আকাশের ঐ চাঁদ-তারা, সূর্যের ঐ আলো,
তোমার ইশারায় চলে সব, তোমার সৃষ্টি ভালো।
পাহাড়-পর্বত, নদী-সাগর, বৃক্ষরাজি যত,
তোমার মহিমা গায় তারা, তোমারই গুণ গীত।

Insaf World Banner 2

জীব-জন্তু, পশুপাখি, মানুষ আর জিন,
সবার রিজিকদাতা তুমি, তুমিই চিরদিন।
তোমার দয়া ছাড়া এক মুহূর্তও বাঁচে না কেউ,
তোমার করুণা ঝরে পড়ে, যেমন ঝরে ঢেউ।

তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, তুমিই বিচারক,
তোমার ভয় করি সদা, তুমিই পরিত্রাণক।
ভুল করি বারে বারে, তবুও তুমি দাও ক্ষমা,
তোমার দয়ার সীমা নেই, তুমিই পূর্ণিমা।

তোমার হুকুমেই চলে এই বিশ্ব-সংসার,
তোমার ইচ্ছাতেই হয় সকল সৃষ্টি পার।
তুমিই জীবন দাও, তুমিই মৃত্যু আনো কাছে,
তোমার হাতেই সব ক্ষমতা, তুমিই সবের পাছে।

তোমার জ্ঞান অপার, তোমার প্রজ্ঞা সীমাহীন,
তোমার কাছে গোপন নেই কোনো কিছুই তিন দিন।
অন্ধকারেও তুমি দেখো, মনের কথাও জানো,
তোমার চেয়ে আপন আর কে আছে, মানো?

তোমার পথে চলতে চাই, তোমার বিধান মানি,
তোমার সন্তুষ্টিই জীবনের শ্রেষ্ঠ কামিয়াবি জানি।
তোমার রাসূলের দেখানো পথে যেন চলতে পারি,
তোমার কাছেই চাই সাহায্য, তোমারই গুণ গাই।

তোমার দরবারে হাত তুলি, করি মোনাজাত,
কবুল করো হে প্রভু, আমাদের এই আরজি রাত।
তোমার রহমতের ছায়ায় রেখো মোদের সদা,
তোমার ভালোবাসায় ভরে দিও এই জীবনটা।

তোমার প্রশংসা করি, তোমার মহিমা গাই,
তোমার কাছেই চাই মুক্তি, তোমার কাছেই যাই।
তুমিই ভরসা, তুমিই আশা, তুমিই শেষ ঠিকানা,
তোমার নামেই শেষ করি এই হামদের রচনা।

সংবাদটি শেয়ার করুন :