তালেবান মুখপাত্রের দাবি, পাল্টা হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত
কাতার–সৌদির অনুরোধে বিমান হামলা স্থগিত রাখল আফগানিস্তান–পাকিস্তান
- আপডেট সময় : ১১:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 89
কাতার ও সৌদি আরবের কূটনৈতিক তৎপরতায় সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রেখেছে আফগানিস্তান ও পাকিস্তান। রোববার এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডুরান্ড লাইনের কাছে বেহরামপুর জেলায় তালেবান বাহিনীর পাল্টা অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছে।
আইএসপিআরের দাবি: ২০০ সন্ত্রাসী নিহত

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, আফগান সীমান্তের কাছে পরিচালিত সাম্প্রতিক অভিযানে তারা ২০০ এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে।
জবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সতর্ক করে বলেন, “প্রতিটি হামলার জবাব দেওয়া হবে।” তিনি অভিযোগ করেন, পাকিস্তান নিজ ভূখণ্ডে আইএস (আইএসআইএস) সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি।
বিস্ফোরণ ও সীমান্ত উত্তেজনা
বৃহস্পতিবার আফগানিস্তানে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে— দুটি কাবুলে এবং একটি দক্ষিণ-পূর্ব পাক্তিকায়। এ ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পায়।
কাবুল ও ইসলামাবাদ উভয়েই একে অপরের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে পাকিস্তান দাবি করেছে, আফগান ভূখণ্ডে হামলার পেছনে তাদের কোনো ভূমিকা নেই। বরং কাবুলকে অনুরোধ জানিয়েছে, তারা যেন নিজ ভূখণ্ডে পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যদের আশ্রয় দেওয়া বন্ধ করে।
কূটনৈতিক সমাধানের পথে ইঙ্গিত
বিশ্লেষকরা বলছেন, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হয়েছে। যদিও সীমান্তে এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে শান্তিপূর্ণ আলোচনার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি।


















