বাংলাদেশ ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

ইমরান খানের অভিযোগ: ‘অসিম মুনির পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে দমনমূলক শাসক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 68

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরকে। কারাগারের ভেতর থেকেই দেওয়া এক বিবৃতিতে তিনি মুনিরকে আখ্যা দিয়েছেন “পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে দমনমূলক একনায়ক” এবং “মানসিকভাবে অস্থির এক ব্যক্তি” হিসেবে।

Insaf World Banner 1

৭৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন। তার দাবি, সেনাপ্রধান অসিম মুনির নির্মম দমননীতির মাধ্যমে দেশ পরিচালনা করছেন এবং বিরোধীদের ভয়ভীতি দেখাচ্ছেন।

ইমরান খানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “অসিম মুনিরের শাসনে নির্যাতনের মাত্রা অভূতপূর্ব। ক্ষমতার নেশায় অন্ধ হয়ে তিনি যেকোনো কিছু করতে পারেন।”

Insaf World Banner 2

খান মে ৯, নভেম্বর ২৬ ও মুরিদকে ঘটনার কথা উল্লেখ করে বলেন, এসব ঘটনাই প্রমাণ করে কিভাবে মুনির ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে তার দলের অনেক কর্মী নিহত হয়েছেন এবং নিরস্ত্র জনগণের ওপর নির্বিচারে হামলা চালানো হয়েছে—যা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।

ইমরান আরও অভিযোগ করেন, তার স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দি করে রাখা হয়েছে এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, “আমরা দাসত্বের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করি। অসিম মুনির আমার ও আমার স্ত্রীর ওপর সম্ভাব্য সব ধরনের অবিচার চালাচ্ছেন।”

পিটিআই প্রতিষ্ঠাতা দাবি করেন, পাকিস্তানের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার পরিবার এত নির্মম নির্যাতনের শিকার হয়নি। তবুও তিনি স্পষ্ট জানিয়ে দেন—“আমি কখনোই তার সামনে মাথা নত করব না।”

ইমরান খান আরও বলেন, তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) কোনোভাবেই “ফর্ম-৪৭ সরকার” (শেহবাজ শরিফের সরকার) বা সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে বসবে না। “একটি পুতুল সরকারের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই,” মন্তব্য করেন তিনি।

তার অভিযোগ, বর্তমানে পাকিস্তানের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত—অসিম মুনিরের। “তিনি নিজের পদ রক্ষায় যেকোনো কিছু করতে পারেন,” বলেন ইমরান।

এছাড়া, তিনি অভিযোগ করেন যে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে। “সবাই জানে মামলাগুলো ভিত্তিহীন। তাই শুনানি বারবার স্থগিত করা হচ্ছে,” বলেন ইমরান খান।

শেষে তিনি জানান, সংলাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার নতুন রাজনৈতিক জোট ‘তেহরিক তাহাফুজ-এ-আইন পাকিস্তান’ এর অংশীদার মাহমুদ খান আচাকজাই ও আল্লামা রাজা নাসির আব্বাস।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ইমরান খানের অভিযোগ: ‘অসিম মুনির পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে দমনমূলক শাসক

আপডেট সময় : ০২:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরকে। কারাগারের ভেতর থেকেই দেওয়া এক বিবৃতিতে তিনি মুনিরকে আখ্যা দিয়েছেন “পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে দমনমূলক একনায়ক” এবং “মানসিকভাবে অস্থির এক ব্যক্তি” হিসেবে।

Insaf World Banner 1

৭৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন। তার দাবি, সেনাপ্রধান অসিম মুনির নির্মম দমননীতির মাধ্যমে দেশ পরিচালনা করছেন এবং বিরোধীদের ভয়ভীতি দেখাচ্ছেন।

ইমরান খানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “অসিম মুনিরের শাসনে নির্যাতনের মাত্রা অভূতপূর্ব। ক্ষমতার নেশায় অন্ধ হয়ে তিনি যেকোনো কিছু করতে পারেন।”

Insaf World Banner 2

খান মে ৯, নভেম্বর ২৬ ও মুরিদকে ঘটনার কথা উল্লেখ করে বলেন, এসব ঘটনাই প্রমাণ করে কিভাবে মুনির ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে তার দলের অনেক কর্মী নিহত হয়েছেন এবং নিরস্ত্র জনগণের ওপর নির্বিচারে হামলা চালানো হয়েছে—যা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।

ইমরান আরও অভিযোগ করেন, তার স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দি করে রাখা হয়েছে এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, “আমরা দাসত্বের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করি। অসিম মুনির আমার ও আমার স্ত্রীর ওপর সম্ভাব্য সব ধরনের অবিচার চালাচ্ছেন।”

পিটিআই প্রতিষ্ঠাতা দাবি করেন, পাকিস্তানের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার পরিবার এত নির্মম নির্যাতনের শিকার হয়নি। তবুও তিনি স্পষ্ট জানিয়ে দেন—“আমি কখনোই তার সামনে মাথা নত করব না।”

ইমরান খান আরও বলেন, তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) কোনোভাবেই “ফর্ম-৪৭ সরকার” (শেহবাজ শরিফের সরকার) বা সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে বসবে না। “একটি পুতুল সরকারের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই,” মন্তব্য করেন তিনি।

তার অভিযোগ, বর্তমানে পাকিস্তানের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত—অসিম মুনিরের। “তিনি নিজের পদ রক্ষায় যেকোনো কিছু করতে পারেন,” বলেন ইমরান।

এছাড়া, তিনি অভিযোগ করেন যে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে। “সবাই জানে মামলাগুলো ভিত্তিহীন। তাই শুনানি বারবার স্থগিত করা হচ্ছে,” বলেন ইমরান খান।

শেষে তিনি জানান, সংলাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার নতুন রাজনৈতিক জোট ‘তেহরিক তাহাফুজ-এ-আইন পাকিস্তান’ এর অংশীদার মাহমুদ খান আচাকজাই ও আল্লামা রাজা নাসির আব্বাস।

সংবাদটি শেয়ার করুন :