সন্ত্রাসবিরোধী অভিযানে কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান, আতঙ্ক কাবুলের আকাশজুড়ে
কাবুলে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি নেতার নিহতের খবর
- আপডেট সময় : ০৭:৫২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 93
আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা নূর ওয়ালি মেসুদ ও তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদ নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম Pakistan Observer। তবে এখন পর্যন্ত পাকিস্তান বা আফগানিস্তান—কোনো পক্ষই এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কাবুলের একটি সড়কে চলমান গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তীব্র বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে, এরপর কাবুলের আকাশে আরও কয়েকটি যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এই ঘটনায় শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্প্রতি পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হামলার পর টিটিপির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না।” তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে বিমান হামলার ঘটনাটি ঘটে।

পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, এ হামলা ছিল ‘টার্গেটেড অপারেশন’, যার লক্ষ্য ছিল টিটিপি নেতৃত্বকে দুর্বল করা। তবে আফগান প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ঘটনায় আফগান জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ রাজধানীতে এমন হামলা কেবল নিরাপত্তা নয়, আঞ্চলিক স্থিতিশীলতাকেও প্রশ্নের মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে এই ঘটনা।


















