রাতভর সংঘর্ষে আফগান সেনা নিহত, তালেবান ঘাঁটি ধ্বংসের দাবি ইসলামাবাদের
আফগান সীমান্তের ১৯ পোস্ট দখলের দাবি পাকিস্তানের
- আপডেট সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 72
পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় রাতভর সংঘর্ষের পর তারা ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে। শনিবার রাতে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর দ্য ডন-এর।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, সংঘর্ষে আফগান সেনাদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন, বাকিরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। পাকিস্তানি বাহিনী জানায়, তালেবানের “মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর,” “জান্দুসার পোস্ট,” “তুর্কমেনজাই ক্যাম্প” এবং “খারচর দুর্গ” সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, “আফগান মাটি থেকে সন্ত্রাসী হামলার প্রমাণ স্পষ্ট।” তবে তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ সন্ত্রাসবিরোধী পদক্ষেপই আঞ্চলিক শান্তির চাবিকাঠি।

তিনি আরও বলেন, “পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না।”
এর আগে, গত বৃহস্পতিবার রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যেখানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নেতাদের আশ্রয় ও সহায়তার অভিযোগ ছিল আফগান সরকারের বিরুদ্ধে।
পাল্টা প্রতিক্রিয়ায়, শনিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচাসহ সীমান্তবর্তী এলাকায় হামলা চালায়। তবে পাকিস্তান পূর্বপ্রস্তুত ছিল এবং তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।


















