আফগান-পাক সম্পর্ক নষ্ট করছে পাকিস্তানের সেনাবাহিনী: জাবিহুল্লাহ মুজাহিদ
- আপডেট সময় : ০৯:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 45
আফগানিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানের সামরিক বাহিনীর কিছু অংশ ইচ্ছাকৃতভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে।
খাইবার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তানের বেসামরিক সরকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়, কিন্তু সামরিক বাহিনীর কিছু উপাদান সেই প্রচেষ্টাকে ব্যাহত করছে।”
শনিবার (১ নভেম্বর) আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

মুজাহিদ জানান, পাকিস্তানের আফগানবিষয়ক বিশেষ দূত সাদিক খান সম্প্রতি কাবুল সফর করে আফগান কর্মকর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন। কিন্তু একই সময়ে পাকিস্তানের সেনাবাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালায়, যা দুই দেশের সম্পর্কের প্রতি “বিরূপ বার্তা” দেয়।
তিনি বলেন, “ডুরান্ড লাইনের ক্রসিং বন্ধ করে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এসব অর্থনৈতিক ও মানবিক বিষয় রাজনীতির বাইরে রাখা উচিত।”
সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সময় সম্পর্ক তুলনামূলক ভালো ছিল উল্লেখ করে মুজাহিদ বলেন, “ইমরানের আমলে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং টিটিপি নিয়ন্ত্রণের বিষয়ে গঠনমূলক সহযোগিতা ছিল।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কাবুল ও ইসলামাবাদের মধ্যে আগামী ৫ নভেম্বরের বৈঠকে আন্তরিক ও বাস্তবসম্মত আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান বেরিয়ে আসবে।


















