বাংলাদেশ ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner 5

শিক্ষকদের তিন দফা দাবিতে শহীদ মিনারে অনশন, বিএনপির প্রতিনিধিদল একাত্মতায় যোগ দেবে

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 35

ছবি: শহীদ মিনার

Insaf World Banner 4
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে সোমবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ইতোমধ্যেই কর্মসূচিতে যোগ দিয়েছেন।

Insaf World Banner 1

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। তিনি বলেন, “দেশের কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান, পরীক্ষা বা অফিসের প্রশাসনিক কাজ করবেন না। সব কার্যক্রম বন্ধ থাকবে।”

আজিজী আরও জানান, শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান করেছেন তারা। “আমরা তার ওপর আস্থা রাখতে পারছি না। প্রয়োজনে এই আন্দোলন জাতীয়করণের এক দফা দাবিতে রূপ নেবে,” বলেন তিনি।

Insaf World Banner 2

অন্যদিকে, বেসরকারি শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি জানিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ইতোমধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার শহীদ মিনারে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণ করা হবে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বিএনপি মহাসচিব আমাদের জানিয়েছেন, দলীয় প্রতিনিধি দল আজ শহীদ মিনারে এসে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে ও বক্তব্য রাখবে।”

এর আগে ১২ অক্টোবর শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তা ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

শিক্ষকদের তিন দফা দাবিতে শহীদ মিনারে অনশন, বিএনপির প্রতিনিধিদল একাত্মতায় যোগ দেবে

আপডেট সময় : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে সোমবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ইতোমধ্যেই কর্মসূচিতে যোগ দিয়েছেন।

Insaf World Banner 1

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। তিনি বলেন, “দেশের কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান, পরীক্ষা বা অফিসের প্রশাসনিক কাজ করবেন না। সব কার্যক্রম বন্ধ থাকবে।”

আজিজী আরও জানান, শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান করেছেন তারা। “আমরা তার ওপর আস্থা রাখতে পারছি না। প্রয়োজনে এই আন্দোলন জাতীয়করণের এক দফা দাবিতে রূপ নেবে,” বলেন তিনি।

Insaf World Banner 2

অন্যদিকে, বেসরকারি শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি জানিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ইতোমধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার শহীদ মিনারে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণ করা হবে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বিএনপি মহাসচিব আমাদের জানিয়েছেন, দলীয় প্রতিনিধি দল আজ শহীদ মিনারে এসে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে ও বক্তব্য রাখবে।”

এর আগে ১২ অক্টোবর শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তা ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :