আর্জেন্টিনাকে হারিয়ে ফুটসালে হেক্সা পূর্ণ করলো ব্রাজিল
- আপডেট সময় : ১০:৫১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / 250
ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ২০০২ সালে চ্যাম্পিয়ন হলেও, হেক্সা পূরণের স্বপ্ন এখনও অপূর্ণ ব্রাজিলের। তবে ফুটসালে সেই আক্ষেপ ঘুচিয়েছে সেলেসাওরা। ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
রোববার রাতে উজবেকিস্তানের তাসখন্দে হুমো অ্যারেনায় ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে পরাজিত করে ব্রাজিল। ম্যাচের ৫ মিনিট ৪৭ সেকেন্ডে প্রথম গোলটি করেন ব্রাজিলের ফেরাও। পরে ১২ মিনিট ৩৪ সেকেন্ডে রাফা সান্তোস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা এক গোল শোধ দিলেও, শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে স্প্যানিশ রেফারি আলেহান্দ্রো মার্তিনেজের শেষ বাঁশি বাজানোর পরেই ব্রাজিল শিরোপা উদযাপন করে।
ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৭-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান দখল করে স্বাগতিক উজবেকিস্তান।

এই টুর্নামেন্টে ব্যক্তিগত পুরস্কারগুলিও ছিল ব্রাজিলের দখলে। ব্রাজিলের উইলিয়ান সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভ জিতেছেন। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন মার্সেল। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতিস্বরূপ গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে।
ফিফা ফুটসাল বিশ্বকাপের দশটি আসরের মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। সর্বশেষ শিরোপা জয় করে তারা ২০১২ সালে। ১৯৮৯ থেকে ১৯৯৬ সালের মধ্যে প্রথম তিন আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এরপর ২০০৮ সালে আবারও শিরোপা জয় করে তারা। স্পেন দু’বার (২০০০ ও ২০০৪ সালে) চ্যাম্পিয়ন হয়েছে, আর আর্জেন্টিনা (২০১৬) এবং পর্তুগাল (২০২১) একবার করে শিরোপা জিতেছে।





























