পিটিআইয়ের হুঁশিয়ারি: পাকিস্তান শাটডাউনের পরিকল্পনা
ইমরানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার
- আপডেট সময় : ০৩:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 214
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে ‘দুর্ব্যবহার’ চলতে থাকলে পুরো পাকিস্তান শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তারা একই সঙ্গে ইমরানের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। পিটিআইয়ের শীর্ষ নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বুধবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন পাঞ্জাব প্রদেশের ফেডারেল সরকারকে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
আলী আমিন গান্দাপুর জানান, ইমরান খানের সেলে বিদ্যুৎ নেই, এবং তাকে খাবার ও প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে না। তার সঙ্গে কেউ দেখা করতে পারছেন না। তিনি বলেন, “আমি আপনাদের সতর্ক করছি—এ অবস্থা চলতে থাকলে পাকিস্তানকে অচল করে দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। এই সরকারকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”
সোমবার ও মঙ্গলবার পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন আলিমা ও উজমা খান। তাদের মাধ্যমে জানা যায়, কারাগারে ইমরানের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে।

ইমরানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এক বার্তায় জানানো হয়েছে, কারাগারে মানসিক নির্যাতনের মধ্যে আছেন ৭২ বছর বয়সী এই নেতা। বার্তায় বলা হয়, “আমাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আমার চিকিৎসক, পরিবার এবং আইনজীবীদের আমার সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছে।”

পিটিআই নেতা সাইয়েদ জুলফি বুখারি জানিয়েছেন, ইমরান খানের মুক্তি নিশ্চিত করতে পেশোয়ারসহ সারাদেশে বড় ধরনের আন্দোলন শুরু হবে। তিনি বলেন, “ইমরান খান একজন সৎ ও সাহসী নেতা, কারাগারে থেকেও স্বাস্থ্য নিয়ে অভিযোগ করেননি। তবে তার বোনেরা নিশ্চিত করেছেন, তাকে দুই সপ্তাহ ধরে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, সেলে বিদ্যুৎ নেই, এবং খাবার অপ্রতুল।”
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদসহ কয়েক ডজন মামলা করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। যদিও তিনি বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন এবং খালাসও পেয়েছেন, তবে তার ক্ষমতায় ফেরার সম্ভাবনা রোধ করতে তাকে কারাগারে রাখা হয়েছে বলে দাবি করছে পিটিআই।


















