ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদীতে উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:২৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 126
শুক্রবার সকাল ১০টায় জুঙ্গুরদী আভার মাঠে উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম জাজরিস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী সৈয়দ আলী, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল, সাবেক চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, গোলাম মওলা, এ টি এম নুরুল আলম মনা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, রেজাউল করিম সেলিম, আলিমুজ্জামান সেলু, আসাদুজ্জামান আসাদ, ফেরদৌসুর রহমান, এফ এম মোসলেহ উদ্দীন সৌরভ, ডাঃ মইনুল হাসান আবিদ, ডাঃ সাইফুল্লাহ আল নোমান, জালালউদ্দীন নান্টু, মোঃ ইউশা মুন্সী, জামালউদ্দীন খান পিকুল, মিজানুর রহমান, হেলালউদ্দীন হেলাল, প্রভাষক এইচ এম সোলায়মান, হাসিবুল হাসান মামুন, মোঃ সোহাগ, মোঃ কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবির আজাদ।

মতবিনিময় সভা শেষে বেলুন উড়িয়ে উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।



























