বাল্যবিবাহ রোধে মানিকগঞ্জে শিক্ষক কর্মশালা
- আপডেট সময় : ০২:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 27
(২৩ অক্টোবর ২০২৫) — “রাগিং বুলিং বন্ধ করি, নারীবান্ধব প্রতিষ্ঠান গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, বিবাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা ও যুব নেতৃত্বের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ মোল্লা এবং সঞ্চালনা করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ পৌরসভার সচিব মো. বজলুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রাবন্তী বিশ্বাস, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, মিজানুর রহমান, মো. সালাউদ্দিন, মো. রাসেল মিয়া ও মো. নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে এখনো বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক সহিংসতা বিদ্যমান। শিক্ষক ও সচেতন নাগরিক হিসেবে এসব বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। সবাই সরকারি বিধিমালা মেনে সচেতনতা বৃদ্ধি ও বুলিং প্রতিরোধে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।





























