ইসরায়েলের সামরিক সব স্থাপনা আমাদের নিশানায়: ইরান
- আপডেট সময় : ১০:২৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / 175
ইরান ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলের সমস্ত সামরিক লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে। দেশটির কূটনীতিকদের মতে, যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে তেহরান এসব লক্ষ্যবস্তুতে আক্রমণ করবে। রবিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
তুরস্কের এনটিভি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “ইরানের বিরুদ্ধে যে কোনও ধরনের হামলা হলে, আমরা প্রতিশোধ নেব। ইসরায়েল আনুপাতিক প্রতিক্রিয়া পাবে। আমরা আমাদের লক্ষ্যবস্তু শনাক্ত করেছি এবং সেগুলোতে হামলা চালানো হবে।”
আরাগচি বিশেষভাবে উল্লেখ করেন যে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার ফল ভয়ঙ্কর হতে পারে। তিনি বলেন, “যে কোনও হামলা আমাদের চূড়ান্ত সীমা অতিক্রম করবে এবং তার জবাব দেওয়া হবে।”

মার্কিন যুক্তরাষ্ট্রকে “জায়নবাদীদের মিত্র” বলে অভিহিত করে তিনি জানান, এই অঞ্চলে বড় কোনো যুদ্ধ শুরু হলে আমেরিকাকে এতে যুক্ত করা হবে। তিনি যুক্ত করেন যে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া গাজা এবং লেবাননে ইসরায়েলের অপরাধযজ্ঞ চালানো সম্ভব নয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহের শুরুতে জানান যে, ইসরায়েল কিভাবে এবং কখন ইরানের ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাবে, সে সম্পর্কে তার ভাল ধারণা রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেন, আমেরিকান নিষেধাজ্ঞার কারণে দেশটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, “তারা আমাদের এমন পরিস্থিতিতে ফেলেছে, যাতে আমরা দেশকে গড়তে না পারি। কিন্তু আমরা দেশকে গড়ে তুলবো।”


















